কাটা হেরি ক্ষান্ত,
কেন কমল তুলিতে
দুঃখ বিনা সুখ লাভ
হয় কি মহিতে
- কবি রজনীকান্ত সেন
কান্ত কবি রজনীকান্ত সেনের ঐতিহ্যমাখা এই সেনভাঙ্গাবাড়ী। বিখ্যাত কবি রজনীকান্ত সেনের বাড়ি এই সেনভাঙ্গাবাড়ী। যা ছিল বাংলা চলচিত্রের প্রয়াত প্রখ্যাত নায়িকা সুচিত্রা সেনের জন্মস্থান। কবি রজনীকান্তের নাতনী ছিলেন সুচিত্রা সেন। রজনীকান্তের বাড়ির কিছুটা অংশ এখনও এখানে বিদ্যমান। যা মনে করিয়ে দেয় আমাদের বিখ্যাত কবিকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস