কালের স্বাক্ষী রজনী কান্ত সেনের বাড়ীর পাশেগড়ে উঠাবেলকুচিউপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ভাঙ্গাবাড়ীইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ ভাঙ্গাবাড়ীইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম –৩নং ভাঙ্গাবাড়ীইউনিয়ন পরিষদ।
খ) আয়তন –২৫.৭২(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা –৬১৪৭০জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা –২৮টি।
ঙ) মৌজার সংখ্যা –১৬টি।
চ) হাট/বাজার সংখ্যা -১টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –ভ্যান/রিক্সা।
জ)সরকারী প্রাথমিক বিদ্যালয়- ২১টি,
ঝ) বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৭টি,
ঞ) উচ্চ বিদ্যালয়ঃ ৯টি,
ট) মাদ্রাসা- ১৩টি।
ঠ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ নুরুল ইসলাম গোলাম
ড) মসজিদ- ৭২টি।
ঢ) কবরস্থান- ৩০টি।
ণ) ঐতিহাসিক/পর্যটন স্থান –১টি।
ত) ইউপি ভবন স্থাপন কাল –১৯৩০ সাল।
থ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য –১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব –১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ –১০জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস