ইনফো সরকার প্রকল্প (ফেজ-২) এর আওতায় সারা বাংলাদেশে সরকারি অফিসের অফিস প্রধানগণ কে ট্যাবলেট পিসি বিতরণ কার্যক্রম চলছে। সেই ধারাবাহিকতায় বেলকুচি উপজেলায় অদ্য বিকেল ৪.০০ ঘটিকায় কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি তুলে দেন মাননীয় সংসদ সদস্য (সিরাজগঞ্জ-৫) জনাব আলহাজ্ব আব্দুল মজিদ মণ্ডল। উক্ত অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের অংশ হিসেবে এবং উপজেলা পর্যায়ের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির বিষয়ে ইনফো সরকার প্রকল্পের (ফেজ-২) এই ট্যাবলেট পিসি বিতরণ কে অগ্রগণ্য হিসেবে উল্লেখ করেন। এছাড়াও উপস্থিত মাননীয় সংসদ সদস্য এবং কর্মকর্তাগণ উক্ত প্রকল্পের অত্র উপজেলা টেকনিশিয়ান জনাব মোঃ সাদ্দাম হোসেন কে সর্বাত্মক সহযোগীতার জন্য ধন্যবাদ জানান। এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব মো. আব্দুর রহমান উপস্থিত সকল কর্মকর্তাগণ কে মিষ্টিমুখ করিয়ে ট্যাবলেট পিসি বিতরণ অনুষ্ঠানকে আরও মহিমান্বিত করেন। ট্যাবলেট পিসি পরিচালনা বিষয়ক একদিনের একটি প্রশিক্ষণ কার্যক্রম নেওয়ার বিষয়েও উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা আলোচনা করেন। যা অতি শীঘ্রই সকল কর্মকর্তাকে অবহিত করা হবে।
[বি.দ্র. ট্যাবলেট পিসি ব্যবহার সংক্রান্ত নির্দেশনা সংযুক্তি আকারে দেয়া হল। প্রয়োজনে ডাউনলোড করার জন্য অনুরোধ করা হল।]
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS