বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন, বেলকুচির আয়োজনে অদ্য ০৫-০৬-২০১৫ তারিখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ আলী আকন্দ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বেলকুচি, সিরাজগঞ্জ এবং সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা প্রশাসনের সুযোগ্য উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল হাসান। উপজেলা চত্বর থেকে র্যালী দিয়ে শুরু হয় অনুষ্ঠান এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়। এরপর সভার শুরুতেই পরিবেশ বিষয়ক একাধিক ভিডিও চিত্র দিয়ে সাজানো প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল হাসান। প্রেজেন্টেশনের পরই বেলকুচি উপজেলার প্রসেস মিল মালিকদের পক্ষ থেকে বিভিন্ন বিষয় নিয়ে প্রস্তাব উপস্থাপন করা হয় এবং পরিবেশ ঠিক রাখার জন্য তাদের প্রস্তাবগুলো বিবেচনায় নেয়ার বিষয়ে উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং উপজেলা নির্বাহি কর্মকর্তা মহোদয়ের নিকট সুদৃষ্টি কামনা করা হয়। উপজেলা চেয়ারম্যান মহোদয় প্রস্তাবের যৌক্তিকতা বিচার করে যথোপযোগ্য রাজনৈতিক সহযোগীতা করার আশ্বাস দেন এবং বিভিন্ন বিষয় আলোকপাত করেন। সভাপতির বক্তব্য দিয়ে শেষ হয় উক্ত অনুষ্ঠান। সভাপতি মহোদয় প্রসেস মিল মালিকদের আরও সচেতনভাবে কার্যক্রম চালানোর পরামর্শ প্রদান করেন এবং পরিবেশ ক্ষতির বিষয়গুলি সুন্দরভাবে উপস্থাপন করেন। এছাড়াও পরিবেশ দূষণ রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন।
আরও ছবি দেখতে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে ঘুরে আসুন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS